Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পালিয়ে বেড়ানো স্বামী-স্ত্রীকে ধরলো পুলিশ

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৩ | ০৫:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৩ | ০৫:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
পালিয়ে বেড়ানো স্বামী-স্ত্রীকে ধরলো পুলিশ

Manual1 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পালিয়ে বেড়ানো স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) রাতে উপজেলার বাদে রণকেলী ও ঘোষগাঁও টিলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- বাদে রণকেলী গ্রামের কামাল উদ্দিনের ছেলে জানে আলম (৩৫), ঘোষগাঁও টিলাবাড়ি গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে মো.ফখরুল ইসলাম (৫২), তার ভাই মো. নজরুল ইসলাম (৫০), মো. ফখরুল ইসলামের স্ত্রী সাকিয়া বেগম (৩৫)।

Manual1 Ad Code

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সৈয়দ জহির আলী, পার্থ সারথী দাশ, সহকারী উপপরিদর্শক প্রনয় নাল, মহিউদ্দিনসহ একদল পুলিশ বাদে রণকেলী ও ঘোষগাঁও টিলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলাম শ্রাবন বলেন, স্বামী-স্ত্রীসহ ঐ চারজন আসামী পলাতক ছিলেন। তাদেরেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন