পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Daily Ajker Sylhet

admin

১৯ সেপ্টে ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ


পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- উপজেলার সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) ও বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) ও প্রতিবেশী বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬) পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে ইকবাল ও রাফির মৃতদেহ ভেসে ওঠতে দেখেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন- পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করা হয় এবং আবেদন মঞ্জুর হয়েছে।

Sharing is caring!