Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি?

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩ | ০৬:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৩ | ০৬:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
পুতিনের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি?

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যুদ্ধ বন্ধে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন কিনা। এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি জানিয়েছেন, এখন এমন কোনো পরিস্থিতি নেই যেখানে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

এ ব্যাপারে জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের (পুতিন) সঙ্গে বৈঠক করার মতো কোনো পরিস্থিতি এখন নেই। কারণ তিনি কথা রাখেন না। তার ওপর আমাদের কোনো আস্থা নেই।’

Manual6 Ad Code

জেলেনস্কি আরও বলেছেন, ‘রাশিয়াকে আমাদের দেশ ছাড়তে হবে। আর এরপরই আমরা উৎসাহ নিয়ে কূটনীতিক উপায়ে জড়িত হব। এটি করতে, রাশিয়ানরা আমাদের দেশ ছাড়ার পর আমাদের মিত্রদের সঙ্গে আমরা যে কোনো উপায় খুঁজে পাব।’

Manual6 Ad Code

সিএনএনের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারটিতে নিজের পরিবার ও সন্তানদের নিয়েও কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং ইউক্রেনেই পড়ছে। আমার ছেলে ইউক্রেনে স্কুলে পড়ছে। তারা দু’জনেই ইউক্রেনে আছে। তারা অন্য সাধারণ ইউক্রেনীয় বাচ্চাদের মতোই। আমরা সাইরেনের সঙ্গেই বসবাস করছি।‘

Manual6 Ad Code

তিনি আরও বলেছেন, ‘আমরা বিজয় চাই। আমরা যুদ্ধের মধ্যে থাকতে চাই না। কিন্তু আমরা ইতোমধ্যে চ্যালেঞ্জগুলোর সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছি। সবাই একটি জিনিসই চায়— যুদ্ধের অবসান।’

Manual2 Ad Code

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ সেনাবাহিনী। এরপর সে বছরের অক্টোবরে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই জেলেনস্কি একটি ডিক্রি জারি করেন। ওই ডিক্রি অনুযায়ী, পুতিনের সঙ্গে কখনো আলোচনা করবেন না তিনি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর পর রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলতে চেয়ে কয়েকবার অনুরোধ জানিয়েছিলেন জেলেনস্কি।

শেয়ার করুন