Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সদস্যসহ ৫ মাদক কারবারি আটক

admin

প্রকাশ: ১১ মে ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১১ মে ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
পুলিশ সদস্যসহ ৫ মাদক কারবারি আটক

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে পুলিশ সদস্যসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হল, হবিগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মোস্তাফিজ বিল্লাহ (২৮)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদুকোনা গ্রামে। তার পিতার নাম মো. সামছুল হক। এছাড়াও অন্যান্য মাদক কারবারিরা হল, জেলার বানিয়াচং উপজেলার কুমড়ি নজরপুর এলাকার মিজানুর রহমানের পুত্র মোখলেছুর রহমান অপু (৩২), আইয়ুব আলীর পুত্র সালমান শাহ (২৯), আব্দুল লতিফের পুত্র সামছুল হক (৫২), মৃত মিলন মিয়ার পুত্র নুরুল আলম প্রকাশ নুরুল হক (৪০)।

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, আটককৃত মাদক কারবারিরা ধুলিয়াখালস্থ জনৈক মতিন মিয়ার পাকা বসত ঘরের ভিতরে মাদক বিক্রি করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১২ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন