Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ভারত থেকে কচুর মুখি আমদানি

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রথমবারের মতো ভারত থেকে কচুর মুখি আমদানি

Manual1 Ad Code

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে কচুর মুখি আমদানি করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভারত থেকে আমদানিকৃত কচুর মুখিবাহী একটি মিনি পিকআপ বাংলাদেশে প্রবেশ করে।

Manual1 Ad Code

হিলি স্থলবন্দরের রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কচুর মুখি আমদানি করেছে।

Manual1 Ad Code

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সোমবার বিকেলে কচুর মুখি নিয়ে একটি মিনি পিকআপ হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। এতে ১১ হাজার ১৮৬ কেজি কচুর মুখি চিল। এই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানি করা হয়েছে। কাস্টমস শুল্কায়নসহ সব প্রক্রিয়া শেষে পণ্যটির আউট পাস ইস্যু করবে। এরপর আমদানি করা পণ্যটি বন্দর থেকে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টকে বুঝিয়ে দেওয়া হবে।

Manual4 Ad Code

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, এবারই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দপ্তরে ডকুমেন্টসসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। আমরা পরীক্ষা- নিরীক্ষা করে সনদ দিলে কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যটি হস্তান্তর করবে

শেয়ার করুন