Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম নিয়ে উত্তমকুমারকে কি বলেছিলেন সুচিত্রা সেন?

admin

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ০৬:১৯ অপরাহ্ণ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৬:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
প্রেম নিয়ে উত্তমকুমারকে কি বলেছিলেন সুচিত্রা সেন?

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:
বাংলা সিনেমার সোনালি যুগের দুই স্তম্ভ উত্তমকুমার ও সুচিত্রা সেন। সেই ‘চুয়াত্তর’ থেকে শুরু করে ‘প্রিয় বান্ধবী’ মাঝে ‘হারানো সুর’, ‘সপ্তপদী’–উত্তম-সুচিত্রা জুটির কোন বিকল্প আজও তৈরি হয়নি। তখন অনেকে মনে করতেন, পর্দার পেছনে উত্তমের সঙ্গে সুচিত্রার প্রেম ছিল। সমালোচক ও দর্শকরা সবাই বিশ্বাস করতেন—বাস্তবে প্রেম না থাকলে পর্দায় এমন রসায়ন সম্ভব নয়। তবে উত্তম-সুচিত্রার অফ-স্ক্রিন নিয়ে অনেক আলোচনা হয়েছে, আগামীতেও হবে।

জানা গেছে, প্রেম নিয়ে উত্তমকুমারই একবার মুখ খুলেছিলেন। উত্তম নাকি তার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, কে বলল আমি রমার (সুচিত্রা) প্রেমে পড়িনি? রমাকে ভালো না বেসে থাকা যায় নাকি? তবে সে খুব বুদ্ধিমতী মেয়ে। কী বলেছিল জানো? বলেছিল, আমরা যদি প্রেমিক-প্রেমিকা হয়ে পড়ি, তাহলে স্বপ্নের প্রেমিক-প্রেমিকা ইমেজটায় চোট লাগবে। আমাদের ছবি তেমন আর চলবে না। দর্শক আমাদের আর রোমান্টিক জুটি হিসেবে গ্রহণ করবেন না।

Manual5 Ad Code

এদিকে উত্তমের মৃত্যুর পর চিরদিনের মতো পর্দার অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন। কোনোদিনও প্রকাশ্যে আসেননি। নিজের মুখও দেখাননি। এমনকি, অনেক পুরস্কারও নিতে যাননি—মুখ দেখাতে হবে বলে। অনেকের বিশ্বাস, উত্তমের মৃত্যু সুচিত্রাকে এতটাই নাড়া দিয়েছিল যে, তিনি নিজেকে লুকিয়ে নিয়েছিলেন।

Manual4 Ad Code

সুচিত্রা নাকি বলেছিলেন, উত্তম নেই, আমার আর সকলের সামনে যাওয়ারও কোনও মানে নেই।

অপরদিকে বিবাহিত হওয়ার পরও একাধিক নারীসঙ্গ ছিল উত্তমকুমারের। সেই তালিকায় ছিলেন বাংলার দুই অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ও সুপ্রিয়া চৌধুরী। উত্তমের কারণেই নাকি বিয়ে করেননি সাবিত্রী। উত্তম নাকি বারবারই তার বিয়ের সম্বন্ধ ভেঙে দিতেন। এছাড়া উত্তমের জন্য নাকি স্বামী-সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলেন সুপ্রিয়া। তবে বহু নারীর সংস্পর্শে এলেও নিজের স্ত্রী গৌরী-দেবীকে পরিত্যাগ করেননি উত্তম।

Manual3 Ad Code

শেয়ার করুন