Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বনসম্পদ বাড়াতে হবে : সিলেট জেলা প্রশাসক

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৩ | ০৭:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৩ | ০৭:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
বনসম্পদ বাড়াতে হবে : সিলেট জেলা প্রশাসক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট বনবিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

Manual1 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- বন-জঙ্গল ধ্বংস না করে বনসম্পদ বাড়াতে হবে। তা হলেই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। পরিবেশ বাঁচাতে বাড়ির আঙ্গিনায় ও চারপাশে বেশি করে গাছ লাগাতে হবে। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছের মধ্যে ফল ধরে এবং সেই ফল আমরা খেয়ে ভিটামিন পাই।

সিলেট বনবিভাগের কর্মকর্তা তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফারজানা রায়হান, অথিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ সেলিম।

Manual4 Ad Code

সভায় সিলেট বনবিভাগের বিভিন্ন স্থারের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে।

Manual4 Ad Code

শেয়ার করুন