Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

‘বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত সাময়িক, অরাজনৈতিক’

admin

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৬:২২ অপরাহ্ণ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ০৬:২২ অপরাহ্ণ

ফলো করুন-
‘বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত সাময়িক, অরাজনৈতিক’

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা স্থগিত করার বিষয়টি সাময়িক এবং অরাজনৈতিক সিদ্ধান্ত বলে জানিয়েছে ঢাকার ওমান দূতাবাস। এই প্রক্রিয়াটি দ্রুত স্বাভাবিক করার জন্য পার্যালোচনা চলছে বলেও জানানো হয়েছে। খবর মাস্কট ডেইলির।

এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ওমানের রয়্যাল পুলিশের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করার বিষয়ে বাংলাদেশের মিডিয়ায় যে খবর প্রচারিত হয়েছে তার ভিত্তিতে এই সিদ্ধান্তটি সঠিক প্রেক্ষাপট এবং দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে কিনা তা নিশ্চিত করবে।

আরও বলা হয়েছে, প্রবাসী শ্রমবাজার নিয়ন্ত্রক সংক্রান্ত প্রচলিত আইনগুলো বর্তমান চাহিদা পূরণ করে কিনা তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত বিস্তারিত সাময়িক পর্যালোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর উদ্দেশ ছিল শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং আইন অনুযায়ী প্রবাসী শ্রমিক ও তাদের নিয়োগকর্তাদের অধিকার রক্ষা করা।

Manual7 Ad Code

দূতাবাসের বিবৃতি অনুযায়ী, সিদ্ধান্তটি সাময়িক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব পর্যালোচনা প্রক্রিয়াটি শেষ করার জন্য সম্ভাব্য সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে, তারপরে তারা পর্যালোচনা প্রক্রিয়া শেষে নতুন নির্দেশিকা এবং নির্দেশাবলী অনুসারে ভিসা দেওয়া আবার শুরু করবে।

Manual6 Ad Code

সাময়িক স্থগিতাদেশের কাণ হিসেবে দূতাবাস জানিয়েছে, বাজারে ক্রমবর্ধমান অবৈধ শ্রমিকদের নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিক এবং নিয়োগকারীর অধিকার সম্পূর্ণ সুরক্ষিত আছে কিনা তা নিশ্চিত করা হবে।

Manual8 Ad Code

আরেকটি উদ্দেশ্য হল, কোম্পানী এবং নাগরিকরা যখন বিদেশিদের কাজ করার জন্য ভিসা দেবে তখন ওই সমস্ত বিদেশি শ্রমিকরা যেন কোনোভাবে শোষণ-নীপিড়নের শিকার না হয় এবং তাদের লাইসেন্সবকৃত কাজেই নিয়োগ করা হচ্ছে তা নিশ্চিত করা। উদ্দেশ শেষ পর্যন্ত শ্রমিকদের আইনি এবং মানবাধিকার রক্ষা করা।

Manual4 Ad Code

শেয়ার করুন