বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট এর টাকা আত্মসাৎ নোটিশ

Daily Ajker Sylhet

admin

১০ জুন ২০২৪, ০১:৩৬ অপরাহ্ণ


বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট এর টাকা আত্মসাৎ নোটিশ

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট রেজি নং/বা-জা-ফে-৩৮ এর অর্ন্তভ‚ক্ত সিলেট জেলা থ্রি হুইলার ইডিবাইক শ্রমিক ইউনিয়ন। শাপরান থানাধীন দাসপাড়া, বালুটিকর গ্রামের আব্দুর নুরের পুত্র আব্দুল কুদ্দুস। এতদ্বারা আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে আপনি থ্রি হুইলার ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকা কালীন সময়ে বিভিন্ন থানা শাখা ও উপশাখা থেকে সদস্য কার্ড কার্যনিবাহী পরিষদ গঠন করার লক্ষ্যে আপনি ২০,২৫,০০০/- (বিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা আদায় করিয়া আমাদের শ্রমিক ইউনিয়নের সঞ্চয়ী হিসাব ইসলামী ব্যাংক শাহপরান থানা শাখার জমা না রাখিয়ে আব্দুল আজিজ এর সহযোগিতায় সম্পূর্ণ টাকা আপনি আত্মস্ৎ করিয়াছেন। জেলার কার্যকারী পরিষদের যেকোন সদস্য প্রতিবাদ করিলে আপনি কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদকের সীল স্বাক্ষর এডিট করিয়া জালিয়াতির মাধ্যমে সদস্যদেরকে বহিস্কার করেন। এবং কেন্দ্রীয় নিদের্শ ছাড়া আপনি আপনার মনগড়া পদপদবী দিয়ে এবং নিজ ইচ্ছে তাহা হাসিল করেণ। কেন্দ্রর সাথেযোগাযোগ করিলে কেন্দ্র এ বিষয়ে অবগত নয় বলিয়া জানায়।
এ বিষয়ে বিগত ১০/০৪/২০২৪ইং তারিখে আমাদের শ্রমিক ইউনিয়নের সভাপতি আপনাকে সভাপতি থেকে অব্যাহতি দেওয়া হইয়াছে এবং গত ০১/০৫/২০২৪ ইং তারিখে মে দিবসে শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভায় প্রতি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের হিসাব মোতাবেক ২০,২৫,০০০/- (বিশ লক্ষ পঁচিশ হাজার) টাকা আত্মসাৎ করার প্রমান পাওয়া গিয়েছে।নোটিশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে আমাদের সঞ্চয়ী হিসাব ইসলামী ব্যাংকে টাকা জমা না দিলে আপনাকে এবং আব্দুল আজিজকে সদস্য পদ থেকে বহিস্কার করা হইবে এবঙ আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
ভারপ্রাপ্ত সভাপতি মো: হুমায়ুন কবির (আকিল), সাধারণ সম্পাদক মো: শাহিন আলম প্রমুখ।

Sharing is caring!