বাইডেনের কথিত ‘ভুয়া’ উপদেষ্টার বিচার দেশের আইনে হবে: পররাষ্ট্রমন্ত্রী

Daily Ajker Sylhet

admin

০৪ নভে ২০২৩, ০২:৪৮ অপরাহ্ণ


বাইডেনের কথিত ‘ভুয়া’ উপদেষ্টার বিচার দেশের আইনে হবে: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ তারিখ শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে, তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হমলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানান মন্ত্রী।

জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে ঐ লোক তাদের কেউ না।আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে।

শনিবার (০৪ নভেম্বর) সকালে নগরের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ইউনিমার্ট কমপ্লেক্স ঘুরে দেখেন।

এছাড়া বিএনপির নেতাদের প্রতি সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান জানিয়েছেন তিনি।

Sharing is caring!