‘বাজান আমার, তুই তাড়াতাড়ি বড় হয়ে যা’

Daily Ajker Sylhet

admin

২৭ এপ্রি ২০২৩, ০৬:৫১ অপরাহ্ণ


‘বাজান আমার, তুই তাড়াতাড়ি বড় হয়ে যা’

বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের ‘গ্ল্যামার কন্যা’খ্যাত চিত্রনায়িকা পরীমণি। মাতৃত্বকালীন অবকাশ যাপন করছেন তিনি। শুটিং থেকে অনেকটাই দূরে রয়েছেন।
একমাত্র পুত্র রাজ্যকে নিয়েই তার ব্যস্ততা। রাজ্যকে নিয়ে পরীর স্বপ্ন যেন আকাশ ছোঁয়া। একমাত্র পুত্রের সঙ্গে দুনিয়া ঘুরতে চান এই নায়িকা।

পরীমণি তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেন, ‘আমি তোর কাঁধে চড়ে ঘুরবো পুরো দুনিয়া। বাজান আমার, তুই তাড়াতাড়ি বড় হয়ে যা তো।’

কর্মজীবন কিংবা ব্যক্তিজীবনের নানা কারণে একটা সময় নিয়মিত সংবাদের শিরোনাম হতে হয়েছে পরীমণিকে। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখে আছেন এ অভিনেত্রী। যদিও তার জীবনে শরিফুল রাজই প্রথম পুরুষ নন, জড়িয়েছেন একাধিক প্রেম ও বিয়ের সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা।

এদিন নিজের অতীত সম্পর্কগুলো নিয়ে অকপট কথা বলেন পরীমণি। তার কথায়, ‘আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আর একটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব।’

সম্প্রতি পরীমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি। পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

Sharing is caring!