Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাবার সামনেই সন্তানকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

admin

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩ | ০৪:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৩ মার্চ ২০২৩ | ০৪:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
বাবার সামনেই সন্তানকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

Manual3 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে নিজ ঘরের সামনে আল আমিন (৩৫) নামে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নিহত ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা রমজান আলী (৭০) গুরুতর আহত অবস্থায় বর্তমানে মমেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক মাজহারুলকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ঘাতক মাজহারুল একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধীতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

Manual5 Ad Code

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘর থেকে আল আমিন ও তার বাবা রমজান আলীকে ডাক দেয় একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে মাজহারুল। আল আমিন ঘর থেকে বের হতেই মাজহারুল তার হাতে থাকা রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।

Manual4 Ad Code

এ সময় বাবা রমজান আলী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাজহারুলকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual5 Ad Code

 

শেয়ার করুন