বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
২৮ অক্টো ২০২৩, ০৭:০৬ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি-জামায়াতের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরস্থ আউটার রেলক্রসিং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবাই উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন- আতিকুর রহমান, সাতির আহমদ, রাশিম উদ্দিন, সাইফুল ইসলাম, জুবায়ের আহমদ ও আব্দুল মালেক। এরমধ্যে আতিকুর ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক এবং বাকিরা ইউনিয়ন বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে কুলাউড়া পৌর শহরের আউটার রেলক্রসিং এলাকায় তারা জড়ো হতে থাকেন। তাদের উদ্দেশ্য ছিলো- এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার তাদেরকে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।