Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ম্যুরাল ও ফলক ভাঙচুর, পৌর কর্মচারি পুলিশের হেফাজতে

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ম্যুরাল ও ফলক ভাঙচুর, পৌর কর্মচারি পুলিশের হেফাজতে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্সের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও পুরাতন ভবনের সম্মুখে থাকা শেখ হাসিনার উদ্বোধন সংক্রান্ত নামলফলক ভেঙ্গে দিয়েছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরের পর হাতুড়ি-শাবল দিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়। এর আগে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা ‘মুজিব বাদ মুর্দা বাদ, ইনকিলাব জিন্দাবাদ, দিল­ী না ঢাকা, ঢাকা ঢাকা’সহ শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন। এদিন বিকাল পৌনে ৫টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে থাকা শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়।

Manual2 Ad Code

দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মুখে থাকা পৃথক আরেকটি উদ্বোধনী ফলক ভাংচুর করা হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত পৌরসভার নকশাকার আশরাফুল ইসলাম মারধরের শিকার হন। তাকে মারধরের পর পুলিশের হাতে তোলে দেয়া হয়।

Manual7 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক গোলাম মুস্তাফা মুন্না জানান, আচমকা কিছু যুবক এসে ভাঙুর করে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

Manual3 Ad Code

শেয়ার করুন