Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যর্থ মেসি-এমবাপেরা, আরেকটি হারের হতাশা পিএসজির

admin

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩ | ০১:০৩ অপরাহ্ণ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ | ০১:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
ব্যর্থ মেসি-এমবাপেরা, আরেকটি হারের হতাশা পিএসজির

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক বিরতির আগে যেখানে শেষ করেছিল পিএসজি, ঠিক যেন সেখান থেকেই শুরু। আবারো হারের হতাশা। আবারো মেসি-এমবাপেদের মতো বিশ্বসেরাদের মাথা নিচু করে মাঠ ছেড়ে যাওয়ার সেই দৃশ্য। প্যারিস জায়ান্টসদের শনির দশা যেন কাটছেই না। আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার পর এবার লিগ ওয়ানের শিরোপা নিয়েও টানাটানির দশা। সবশেষ রোববার (২ এপ্রিল) রাতে মেসিদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে লিগ ওয়ানের ক্লাব লিওঁ। আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে লিওঁর মাঠে আর্জেন্টাইন মহাতারকার একমাত্র গোলে জিতেছিল পিএসজি।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠেই রেনের মাঠে ২-০ গোলে হেরেছিল প্যারিস জায়ান্টসরা। এবার বিরতি কাটিয়ে ফেরার ম্যাচেও হারের হতাশা তাদের। এ নিয়ে দুই বছরের বেশি সময় পর লিগে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল পিএসজি।

এদিকে, পিএসজিকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে লিওঁ। দুই সপ্তাহ আগেও পয়েন্ট টেবিলে দুই নম্বর দলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি। সেটা এখন নেমে এসেছে ছয়ে। তবে এখনো শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে ফরাসি ক্লাবটি। ২৯ রাউন্ড শেষে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই যেন পিএসজির সুযোগ মিসের মহড়া শুরু। খেলা শুরুর দশম মিনিটের মধ্যে দারুণ একটি সুযোগ মিস করেন এমবাপে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে শর্ট করেছিলেন ফরাসি ফরোয়ার্ড, তবে গোল পোস্টের বাইরে দিয়ে যায় বল।

Manual8 Ad Code

ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ মিস করে লিওঁ। ডি-বক্সে ঢুকে পড়েছিলেন লিওঁর ফরোয়ার্ড বার্কোলা। কিন্তু শট নেওয়ার আগমুহূর্তে পিছলে পড়ে যান তিনি। পাশেই থাকা লাকাজেত শট নিতে ছুটে গেলে তাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা, পেনাল্টি পায় লিওঁ। স্পট কিক পোস্টে মেরে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন লাকাজেত।

Manual3 Ad Code

তবে কাঙ্ক্ষিত গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে এগিয়ে সতীর্থের বাড়ানো পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্কোলা। তিন মিনিটের ব্যবধানে আরেকটি গোলের সুযোগ। যদিও পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মার প্রচেষ্টায় ব্যর্থ এবার।

Manual2 Ad Code

ম্যাচের শুরু থেকে আক্রমণের পসরা সাজালেও গোলপোস্ট ভেদ করতে ব্যর্থ মেসি-এমবাপেরা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলে নয়ে ওঠে এসেছে লিওঁ।

Manual6 Ad Code

শেয়ার করুন