মিরাবাজারে পিকেটিংয়ে ২টি লেগুনা গাড়ি ভাঙচুর

Daily Ajker Sylhet

admin

২৯ অক্টো ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ


মিরাবাজারে পিকেটিংয়ে ২টি লেগুনা গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর মিরারবাজার এলাকায় পিকেটিং করেছে ছাত্রদল নেতা কর্মীরা। রোববার সকাল ১১টায় মিরাবাজার পয়েন্টে পিকেটিং করে ছাত্রদল নেতা কর্মীরা। ছাত্রদল নেতা কর্মীরা মিছিল দিয়ে পিকেটিং করে। মিছিল করায় মিরাবাজার এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।

এসময় হরতাল সমর্থনকারী ছাত্রদল নেতা কর্মীরা হরতাল উপেক্ষা করে ২টি লেগুনা গাড়ি চলায় ইটপাটকেল ছুঁড়ে গাড়ি ভাঙচুর করেন।

হরতাল সমর্থনকারী ছাত্রদল নেতা কর্মীরা প্রায় আধঘন্টা মিরাবাজার এলাকায় পিকেটিং করে তারা চলে যায়।

এদিকে, বিএনপির ডাকা হরতাল সিলেটে রবিবার (২৯ অক্টোবর) ঢিলেঢালাভাবে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করেছে। সকাল ৮টার পর থেকে বিভিন্ন স্থানে অতর্কিত পিকেটিং করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সঙ্গে আছে জামায়াতও। তারা ভাঙচুর করছেন যানবাহন। পুলিশের দিকে ছুঁড়ছেন ইট-পাটকেল। তবে পুলিশও তাদের ঠেকাতে কঠোরভাবে রয়েছে মাঠে। যে স্থানেই বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন সেখানেই উপস্থিত হয়ে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে তাদের।

Sharing is caring!