Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মেলা বন্ধে বিয়ানীবাজারে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে উদাসীন ইউএনও-ওসি

admin

প্রকাশ: ১৫ মে ২০২৪ | ০৫:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১৫ মে ২০২৪ | ০৫:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
মেলা বন্ধে বিয়ানীবাজারে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে উদাসীন ইউএনও-ওসি

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে শিল্প ও পন্য মেলা বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উদাসীন প্রশাসন। জেলা প্রশাসনের কার্যালয় থেকে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে চিঠি দেয়ার পরও স্থানীয় ইউএনও এবং থানা পুলিশের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেছে বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এবং অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর একে অপরের বিরুদ্ধে দায় চাপাচ্ছেন বলেও অভিযোগ থেকে জানা যায়।

Manual2 Ad Code

সূত্র জানায়, বিয়ানীবাজারের ওসমানী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা ৬ মাসের জন্য স্থগিত করেন মাননীয় হাইকোর্ট। স্থানীয় চেম্বার অব কমার্সের এক রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক মেলার কার্যক্রম শুরু না করতে এ স্থগিতাদেশ দেন। বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সচিব ও রিট পিটিশনের বাদী মো: আব্দুল আজিজ আদালতের আদেশের সার্টিফায়েড কপিসহ উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের কাছে এ সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন করেন। বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের রিট পিটিশনে বাণিজ্য সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও লাল সবুজ ডটকমের সভাপতিকে বিবাদী করা হয়েছে। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেটমো: কামরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্ণি জেনারেল অমিত দাস গুপ্ত।

সূত্র আরো জানায়, প্রায় ১০মাস পূর্বে বিয়ানীবাজার তথ্য আপা প্রকল্পের সুপারিশক্রমে লাল সবুজ ডটকম নামীয় একটি প্রতিষ্টান সরকারি ওসমানী স্টেডিয়ামে মেলা আয়োজনের প্রস্তাব করে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতিপ্রাপ্ত হয়ে স্থানীয় জনৈক মুজিবুর রহমান বিপ্লব নামীয় ব্যক্তির কাছে মোটা অংকের টাকার বিনিময়ে মেলার অনুমতিপত্র বিক্রি করে দেয়া হয়।

Manual2 Ad Code

এদিকে আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জমা দেয়ার প্রায় সপ্তাহখানেক পেরিয়ে গেলেও উপজেলা প্রশাসন ও থানা পুলিশ রহস্যজনক কারনে নীরব রয়েছে। সরজমিন সুপাতলার ওসমানী স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, উচ্চস্বরে মাইকে গানবাজনা বাজানোর পাশাপাশি বেশ কয়েকটি স্টল খুলে বসেছেন বিক্রেতারা। টিকেট বিক্রি করে দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গনে আড্ডা দিচ্ছে।

Manual1 Ad Code

বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এনাম উদ্দিন অভিযোগ করেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও প্রশাসনের ব্যবস্থ্ ানা নেয়ায় আমরা চরম হতাশ। আদালতের নির্দেশ না মেনে বিবাদীরা মেলার আয়োজকদের সাথে সমঝোতা করার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত ইউএনও, ওসি কেউই হাইকোর্টের আদেশ বাস্তবায়নে কোন উদ্যোগ নেননি।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জানান, আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে চিঠি দেয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু সুফিয়ান জানান, এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

Manual2 Ad Code

শেয়ার করুন