রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির নতুন অভিযোগ

Daily Ajker Sylhet

admin

২৫ মে ২০২৩, ০৫:৩৪ অপরাহ্ণ


রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির নতুন অভিযোগ

স্টাফ রিপোর্টার:
রাশিয়া ইউক্রেনীয়দের আতঙ্কিত করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

ইউক্রেনের সামরিক বাহিনী মস্কো বাহিনীর মোতায়েন করা ইরানের তৈরি ৩৬টি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার তিনি এ অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, শত্রুরা ৩৬টি ড্রোন চালিয়ে ইউক্রেনকে আতঙ্কিত করার কাজ অব্যাহত রেখেছে। কিন্তু এসব কোনোটাই লক্ষে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, শতভাগ ফলাফলের জন্যে আমি বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, রাশিয়া তার শীতকালীন অভিযানে মূলত ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। যদিও সম্প্রতি এ প্রবণতা কমেছে।

Sharing is caring!