রাষ্ট্রপতির সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

Daily Ajker Sylhet

admin

২৩ মে ২০২৩, ০৬:৩২ অপরাহ্ণ


রাষ্ট্রপতির সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

সাক্ষাৎকালে শেখ আব্দুল হান্নান বিমানবাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসহ বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতি দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বিমানবাহিনীকে আরও এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

 

Sharing is caring!