Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রিশাদ এভাবে মারবে ভাবেনি শ্রীলঙ্কাও

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ১০:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ | ১০:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
রিশাদ এভাবে মারবে ভাবেনি শ্রীলঙ্কাও

Manual2 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। আর এই সিরিজ জয়ের ম্যাচে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছেন রিশাদ হোসেন। শেষ দিকে এই লেগ স্পিনারের বিধ্বংসী তোপে কুপোকাত হয় লঙ্কানরা। ১৮ বলে ৪৮ রান করা রিশাদ একাই ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচ।

Manual4 Ad Code

ওয়ানিন্দু হাসারাঙ্গার এক ওভারেই রিশাদ নিয়েছেন ২৪ রান। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ওই এক ওভারেই। ম্যাচশেষে জানা গেল, রিশাদ যে এমন মারবেন ভাবেননি লঙ্কান ক্রিকেটাররাও।

Manual4 Ad Code

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কান ক্রিকেটার জানিথ লিয়ানাগে বলেন, ‘ওকে কৃতিত্ব দিতেই হবে। হাসারাঙ্গা আমাদের সেরা বোলার, তাকে যেভাবে খেলল। আমরা আশা করিনি এমন কিছু হবে। অনেক ভালো ব্যাটিং করেছে। দলের সেরা বোলার মার খেলে এর প্রভাব অন্যদের উপরও পড়ে।’

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ হারায় হতাশ লিয়ানাগে, ‘আজকের ফলাফল নিয়ে আমরা অনেক হতাশ। আমরা যথেষ্ট রান করতে পারিনি। বোলাররা ডিফেন্ড করার আপ্রাণ চেষ্টা করেছে। বাংলাদেশ সত্যিই অনেক ভালো খেলেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। উইকেট ভালো থাকায় আমরা আগে ব্যাট করতে চেয়েছি। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব রয়েছে, প্রথম ১০ ওভারে অনেক ভালো বল করেছে। ওরা আজ আমাদের চেয়ে ভালো খেলেছে, ওরাই জিতেছে।’

Manual7 Ad Code

ব্যাট হাতে নেমে নিজের প্রথম বলেই স্লগ সুইপে ছক্কা মেরে শুরু করেন রিশাদ। কিছুটা নার্ভাস মনে হলেও, ২১ বছর বয়সী এই অলরাউন্ডারকে পরে আর ভেবেচিন্তে খেলতে হয়নি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন সজোরে। শেষ পর্যন্ত ১৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৪৮ রানের চোখধাঁধানো অপরাজিত ইনিংস খেলে থামেন। তার ওই ইনিংসের কল্যাণেই দলের সিরিজ নির্ধারণী জয় এসে যায়।

শেয়ার করুন