Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের

admin

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ০৪:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক :
নেইমারের সঙ্গে ইনজুরির সখ্যটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বার বার এমন সব চোট পাচ্ছেন যার ফলে লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সর্বশেষ উরুগুয়ের কাছে হেরে যাওয়া ম্যাচে বাম হাঁটুতে বড় ধরনের চোট পেয়েছেন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।

উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ঘটেছে এই অঘটন। ৪৪ মিনিটে বল দখলের চেষ্টায় প্রতিপক্ষ খেলোয়াড়ের ধাক্কায় বাজেভাবে পড়ে যান নেইমার।

Manual1 Ad Code

তখন তাকে বাম হাঁটু ধরে থাকতে দেখা গেছে। অবস্থা বেশি ভালো না হওয়া স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ওই মুহূর্তে তাকে কাঁদতেও দেখা গেছে।

জানা গেছে ৩১ বছর বয়সি এই ফরোয়ার্ডকে পুরোপুরি সুস্থ হতে সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের মেডিক্যাল স্টাফের বরাতে ইএসপিএন জানিয়েছে, নেইমার হয়তো আট মাস পর খেলার মতো অবস্থায় ফিরতে পারেন। ফিরতে পারেন কোপা আমেরিকাতেও।

Manual6 Ad Code

ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘নেইমারকে সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে। তারিখ এখনো নির্ধারিত হয়নি।

Manual2 Ad Code

ব্রাজিলের জাতীয় দলের মেডিক্যাল বিভাগ চিকিৎসক রদ্রিগো লাসমারের অধীনে এবং আল হিলাল তাকে সেরে তুলতে একসঙ্গে কাজ করে যাচ্ছে।’

Manual2 Ad Code

শেয়ার করুন