Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়া উপকূল থেকে ১১ অভিবাসীর লাশ উদ্ধার

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৪ | ০৩:০২ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৪ | ০৩:০২ অপরাহ্ণ

ফলো করুন-
লিবিয়া উপকূল থেকে ১১ অভিবাসীর লাশ উদ্ধার

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
লিবিয়া উপকূল থেকে ১১ অভিবাসীর লাশ ও দেড় শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছে একটি উদ্ধারকারী দল। শুক্রবার এই তথ্য জানিয়েছে দাতব্য গোষ্ঠী ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। খবর আল জাজিরার।

Manual5 Ad Code

এমএসএফ বলেছে, তাদের জিও বেরেন্টস অনুসন্ধান এবং উদ্ধারকারী জাহাজ দুটি অভিযানে ১৪৬ অভিবাসীকে উদ্ধার করেছে। পরে আরেকটি পৃথক নৌকায় আরও ২০ জনকে পায় তারা। এছাড়া, উদ্ধারকাজে নিয়োজিত একটি বিমানের সাহায্যে সমুদ্রে আরও ১১ জনের লাশ উদ্ধার করে তারা।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে এমএসএফ বলেছে, এই ট্র্যাজেডির সুনির্দিষ্ট কারণ আমরা জানি না। তবে আমরা এটি জানি, মানুষ নিরাপত্তার জন্য মরিয়া হয়ে মারা যাচ্ছে। এর অবসান হওয়া উচিত।

অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ ভূমধ্যসাগর। আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার জন্য হাজার হাজার অভিবাসী প্রত্যাশীরা লিবিয়া উপকূল ব্যবহার করে। ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজারটিরও বেশি মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

Manual8 Ad Code

শেয়ার করুন