Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার প্রসারে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ফখরুলের

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৩ | ০৬:২৩ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৩ | ০৬:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
শিক্ষার প্রসারে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ফখরুলের

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
শিক্ষার প্রসারের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে আমাদের অনেক কাজ করতে হবে। যাতে আমাদের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখতে পারে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বরগুনার বেতাগীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Manual4 Ad Code

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীশিক্ষা অবৈতনিক করেছিলেন।

তিনি আরও বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জনগনের ভোটের নিশ্চয়তা, জনপ্রতিনিধি নির্বাচিত করার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। তাহলে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পেরিয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যেতে পারবো।

Manual7 Ad Code

তিনি বলেন, এটি আমার ব্যক্তিগত সফর। বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাসচিব এম হুমায়ুন কবীর আমার একজন স্নেহভাজন ব্যক্তি। তিনি অনেক সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি শিশুদের নিয়ে কাজ করেন। পাশাপাশি গ্রামাঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়নে তিনি কলেজ তৈরি করেছেন। মসজিদ তৈরি করেছেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

শেয়ার করুন