শিশু আয়নিকে ধর্ষণের পর হত্যা, রুবেলের ফাঁসির দাবি

Daily Ajker Sylhet

admin

০১ এপ্রি ২০২৩, ১২:২৭ অপরাহ্ণ


শিশু আয়নিকে ধর্ষণের পর হত্যা, রুবেলের ফাঁসির দাবি

পাহাড়তলী প্রতিনিধি :
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন কাজীরদীঘী এলাকার চতুর্থ শ্রেণির ছাত্রী আবিদা সুলতানা আয়নিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ধর্ষক ও হত্যাকারী রাসেলের ফাঁসির দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী।

চলতি মাসের ২১শে মার্চ বিড়ালছানা দেয়ার কথা বলে ফুসলিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে গলাটিপে হত্যা করে তরকারি বিক্রেতা রুবেল।

শুক্রবার জুমার নামাজ শেষে কয়েক হাজার মানুষ মানববন্ধনে যোগ দিয়েছেন।এলাকার সর্বস্তরের মানুষ এই ঘটনায় ফুঁসিয়ে উঠেছে। নগরীর অলংকার হতে সাগরিকা মোড়ে মানববন্ধনের দীর্ঘ লাইন দেখা গেছে।

স্থানীয় ব্যবসায়ী সুমন, আশরাফুল, গার্মেন্টস কর্মী সজল, আকাশ, শ্যামল কুমার, বিশ্বজিৎ বলেন, রুবেলর মতো কুরুচিপূর্ণ মানসিকতার ধর্ষক ও খুনিদের দ্রুত ফাঁসির দড়িতে ঝুলাতে আমাদের এই মানববন্ধন। এসব অপকর্মের দ্রুত বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে পারে।

উল্লেখ্য, চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এ শিশুর মা বাদী হয়ে মামলা করলে পিবিআই ঘাতক রুবেলকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। ৯ দিনের মাথায় তার দেখানো মতে জায়গা হতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টা খুবই মর্মান্তিক এ ধরনের ঘটনায় অপরাধীর দ্রুত বিচার হউক আমরাও চায়।

তিনি বলেন, ধর্ষক ও হত্যাকারী রুবেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মানববন্ধন বিষয়ে তিনি বলেন, এলাকাবাসী সুন্দর ও শৃঙ্খলায় মানববন্ধন শেষ করেছেন।

Sharing is caring!