Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখঘাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ০১:০৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ০১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
শেখঘাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের শেখঘাট এলাকা থেকে লক্ষণ সূত্রধর (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিলেটের কোতোয়ালি থানাধীন শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

Manual7 Ad Code

মারা যাওয়া লক্ষণ সূত্রধর হবিগঞ্জের নবীগঞ্জ থারার দিগম্বর ব্রাহ্মণ গ্রামের মৃত নিরঞ্জন সূত্রধরের ছেলে। সে শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মতিন মিয়ার বাড়ির ২য় তলার একটি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

Manual4 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দিপু নামের একজন ভাড়াটিয়া লক্ষণের রুমের দরজার ভিতর থেকে লাগানো দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

Manual2 Ad Code

মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন