সবজি খেত থেকে ফিরে এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখেন মা
০৮ এপ্রি ২০২৩, ১২:০৬ অপরাহ্ণ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে নিজ বসতঘরের দোতলা থেকে রাবিনা আক্তার নামে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা।
ওই স্কুলছাত্রীকে রান্নার কাজে বসিয়ে রেখে সবজি খেতে যান মা। সবজি খেত থেকে ফিরে এসে ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান মা সাবানা বেগম।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শুক্তগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাবিনা আক্তার ওই এলাকার মো. মঞ্জু খানের মেয়ে। সেও শুক্তগড় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে সাবানা বেগম রান্নাঘরে ভাত বসিয়ে তার মেয়ে রাবিনাকে চুলায় লাকড়ি দিয়ে আগুন জ্বালাতে বলে বাড়ির পাশের সবজি খেতে যান। কিছুক্ষণ পরে সবজি খেত থেকে ফিরে এসে তার মেয়ে রাবিনাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে তাকে বসত ঘরের দোতলায় আড়ার সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ঝুলতে দেখে চিৎকার দেয় সাবানা।
এ সময় স্থানীয়দের সহায়তা ঝুলন্ত অবস্থা থেকে রাবিনাকে নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সাবানা। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাবিনাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ঘটনাস্থলে যায়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।