Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ নিশ্চিত করতে আজ মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন সম্ভাব্য একাদশ

admin

প্রকাশ: ০৭ মে ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মে ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিরিজ নিশ্চিত করতে আজ মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন সম্ভাব্য একাদশ

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ। সিরিজের বাকি আছে তিন ম্যাচ। একটিতে জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিক বাংলাদেশের। সেই লক্ষ্যে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছেন শান্ত-মাহমুদউল্লাহরা।

Manual7 Ad Code

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

Manual8 Ad Code

প্রথম দুই ম্যাচে বাংলাদেশি বোলাররা ঠিকঠাক থাকলেও ব্যাটিং ছিল নড়বড়ে। জিম্বাবুয়ের দেওয়া মাঝারি সংগ্রহের পিছু ছুটতেও যেন ব্যাটারদের কষ্ট হয়ে যাচ্ছিল। ভালো শুরু এনে দিতে পারেননি লিটন কুমার দাস কিংবা নাজমুল হোসেন শান্তরা। প্রথম ম্যাচে ফিফটি করলেও দ্বিতীয়তে নিষ্প্রভ ছিলেন তানজিদ হাসান তামিম।

এমন ব্যাটিং দেখে হতাশ খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘সত্যি বলতে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটি ম্যাচ জিতেছি ঠিকই, তবে ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। ব্যাটিংটা ভালো না হলেও বোলাররা বোলিং খুব ভালো করছে।’

তৃতীয় ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জ তাই ব্যাটিং ভালো করার। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন সময়ে ব্যাটিংটা ঠিকঠাক না হলে ভুগতে হবে ভালোভাবেই। যদিও স্বাগতিকদের আপাতত লক্ষ্য সিরিজ জেতা। সিরিজ শুরুর আগে অধিনায়ক শান্ত বলেছিলেন, সিরিজ জিততে চাই। আপাতত লক্ষ্য এটিই। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস আজ সোমবার (৬ মে) একই কথা বললেন। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য সিরিজ জেতা। পরীক্ষা-নিরীক্ষা পরে হবে। আন্তর্জাতিক সিরিজ খেললে আগে জয়ের কথা ভাবতে হয়।’

Manual6 Ad Code

সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরত্বে বাংলাদেশ। শক্তিমত্তায় জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে জয়ের প্রত্যাশাই করছে দলটি। বাকিটুকু মাঠের খেলা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।

Manual7 Ad Code

শেয়ার করুন