Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আবারও ডেঙ্গুর থাবা!

admin

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ০৬:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৫ | ০৬:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আবারও ডেঙ্গুর থাবা!

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে চার জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ ছাড়াও সিলেটের বিভিন্ন হাসপাতালে ছয় জন চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে বিভাগে এবছর ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে চার জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ ছাড়া বর্তমানে হবিগঞ্জের লাখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে একজন এবং সিলেটের নর্থ-ইস্ট মেডিক্যাল হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সিলেট বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার (১৩ মে) পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে পাঁচ জন, সুনামগঞ্জে একজন, মৌলভীবাজারে তিন জন এবং হবিগঞ্জে পাঁচ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন