Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ০৭:১৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ০৭:১৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ মার্চ। এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে প্রথমবারের জায়গা পেয়েছেন জাকির হাসান, যিনি গেল ডিসেম্বরে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন।

দলে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। তবে দলে ঠাঁই হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। নেই তাইজুল ইসলামও। প্রধান নির্বাচক জানিয়েছেন, তাঁদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

রোববার রাতে ঘোষিত দলের সদস্য ১৬ জন। এর আগে ইংল্যান্ড সিরিজে দলে ছিলেন ১৪ জন।

Manual8 Ad Code

বাংলাদেশ দল>>
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, জাকির হাসান, ইয়াসির আলী চৌধুরী।

Manual6 Ad Code

শেয়ার করুন