Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ‘গুলি সুহেল’সহ চারজন পুলিশের জালে

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ‘গুলি সুহেল’সহ চারজন পুলিশের জালে

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ৩টি উপজেলা থেকে রাতভর অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতারে করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বিশ্বনাথ, ওসমানীনগর ও জকিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের বিশ্বনাথ থানার লামাকাজি এলাকার দুর্লভপুর গ্রামের রুশন আলীর ছেলে মো. বশির উদ্দিন (৪৮), ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকার পিয়ারাপুর গ্রামের লালা মিয়ার ছেলে ফয়ছল মিয়া (৩৬), একই উপজেলার চর ইশবপুর গ্রামের ইশাদ উল্লাহ’র ছেলে মো. সুহেল মিয়া ওরফে গুলি সুহেল (৩৫) ও বিয়ানীবাজার উপজেলার উত্তর দুভাগ গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে জুবের আহমদ (৩৩)।

Manual4 Ad Code

সিলেট জেলা সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, শনিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর ও জকিগঞ্জে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ফয়ছল, গুলি সুহেল ও জুবের চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন