Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে গোলাপগঞ্জের ছয় ডাকাত পুলিশের জালে

admin

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩ | ০৫:২২ অপরাহ্ণ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ | ০৫:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে গোলাপগঞ্জের ছয় ডাকাত পুলিশের জালে

Manual5 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানাপুলিশ। বুধবার (২৯ নভেম্বর) বিকালে বিশেষ এ অভিযান চালানো হয়।

ডাকাতদের কাছ থেকে এসময় লুণ্ঠিত নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার এবং ডাকাতিতে ব্যবহৃত যন্ত্রপাতি ও পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ।

Manual1 Ad Code

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন- নিজস্ব সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় বুধবার বিকাল ৪টায় সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোলাপগঞ্জ মডেল থানার মামলাভুক্ত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- সালেদ আহমদ সুলতান ওরফে খালেদ (৩৬), আপ্তাব উদ্দিন আফতাব(৩৫), কামরুল হোসেন (৩৮), বারিন্দ্র মালাকার (৪৬), শিবলু মিয়া (৩৫) ও আলম আহমদ (৩৮)।

তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

Manual2 Ad Code

গ্রেফতারের পর দেওয়া তথ্যমতে তাদের আস্তানা থেকে ১টি গ্রিল কাটার যন্ত্র, ১টি স্লাই রেঞ্চ, একটি তালা কাটার যন্ত্র, ১টি হেমার ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ।

Manual4 Ad Code

এছাড়া লুণ্ঠিত ২টি স্বর্নের আংটি, ১টি স্বর্নের লকেট ও চেইনসহ বেশ কিছু অলংকার, ১টি ল্যাপটপ ও ১টি মোবাইল ফোন এবং নগদ ৩২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন