সিলেটে প্রায় ‘প্রভাবহীন’ অবরোধ

Daily Ajker Sylhet

admin

০৯ নভে ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ


সিলেটে প্রায় ‘প্রভাবহীন’ অবরোধ

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন আজ ।

বৃহস্পতিবার সিলেটে সাপ্তাহিক ছুটির আগের দিন প্রায় ‌‘প্রভাবহীন’ হয়ে পড়েছে এ অবরোধ। এদিন সকাল থেকে বেড়েছে সকল ধরণের যানবাহন চলাচল। নির্বিঘ্নে লোকজন চলাফেরা করছেন নগরজুড়ে।

বিভিন্ন বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ট্রেনেও ভরপুর যাত্রী।

এদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সকাল পর্যন্ত সিলেটের কোথাও দীর্ঘসময় অবস্থান করতে দেখা যায়নি। সিলেটের ব্যস্ততম পয়েন্টগুলোতে যানবাহনের বেশ চাপ দেখা গেছে।

যেকোন ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেটের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

Sharing is caring!