Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সেই লাশের পরিচয় চায় পুলিশ

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩ | ০৭:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৩ | ০৭:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে সেই লাশের পরিচয় চায় পুলিশ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে লাশ। কিন্তু লাশটি কার, কী তার পরিচয়, কিছুই জানে না কেউ। এবার লাশের পরিচয় জানার জন্য সহযোগিতা চাইছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

Manual2 Ad Code

এসএমপি জানায়, সিলেটের দক্ষিণ সুরমা থানার আলীনগর এলাকাস্থ মেসার্স শেখ হরমুজ আলী ফিলিং স্টেশনের পেছনের একটি পুকুর থেকে গতকাল বুধবার (৮ মার্চ) দুপুরে অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করা হয়। আলীনগরের সাহানুর রহমান নামের এক ব্যক্তি লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ বলছে, অজ্ঞাতনামা এই পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

লাশের আঙুলে পচন ধরায় আঙুলের চাপ সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ফলে আঙুলের চাপ ব্যবহার করে পরিচয় সনাক্ত করা সম্ভভ হচ্ছে না।

Manual5 Ad Code

লাশটি কার, তার পরিচয় সম্পর্কে কারো জানা থাকলে দক্ষিণ সুরমা থানার ওসি (মোবাইল নং-০১৩২০০৬৭৬৮৮) অথবা থানার ডিউটি অফিসারের (মোবাইল নং-০১৩২০০৬৭৬৯৩) সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছে এসএমপি।

Manual1 Ad Code

শেয়ার করুন