Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৬১৭টি মন্ডপে পূজার আয়োজন

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ০৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০৪:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৬১৭টি মন্ডপে পূজার আয়োজন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শরৎকালে, শারদীয় দুর্গোৎসব। আর ক’দিন পরই সেই আয়োজন। এবার সিলেট জেলার ৬১৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

সনাতন ধর্মাবলম্বীরা বলছেন- এবার শ্রাবণ ‘মল মাস’ হওয়ায় কিছুটা দেরিতে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। দুটি অমাবস্যা হওয়া বাংলা মাসকে ‘মল মাস’ বলেন তারা। আর এমন মাকে কোন পূজাপার্বণ হয় না।

এই সময়ে সনাতন ধর্মাবলম্বী কারিগররা ব্যস্ত মূর্তি সাজাতে। আর পূজা কমিটিগুলো ব্যস্ত পূজার স্থান নির্ধারণসহ আনুষাঙ্গিক কাজে।

Manual3 Ad Code

সনাতন ধর্মাবলম্বীরা জানান- পূজোর যাবতীয় উপকরণ, পূজো, পুষ্পাঞ্জলি প্রদান, চ-ীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী, ভজন কীর্ত্তন, আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানান প্রস্তুতি চলছে। পূজা আয়োজনকারী প্রতিটি কমিটি ও পারিবারিক পূজা উদ্যোক্তারা নান্দনিক সুন্দর আয়োজনের জন্য বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

শারদ উৎসব উপলক্ষে সিলেট মহানগরের বিপণীবিতানগুলোতে সকাল থেকে মার্কেট ও শপিং মল বন্ধ হওয়ার আগ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। সনাতন ধর্মের লোকজন নতুন পোশাক ক্রয় করতে এ মার্কেট ও মার্কেট ঘুরে বেড়াচ্ছেন।

জানা গেছে, এবার সিলেট মহানগর ও জেলায় ৬১৭টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। তার মধ্যে সার্বজনীন ৫৬৯টি, পারিবারিক ৪৮টি পূজোর আয়োজন হবে।

মহানগরীতে ১৫১টি পূজার মধ্যে সার্বজনীন ১৩৪টি ও পারিবারিক ১৭টি। জেলায় ৪৬৬টি পূজার মধ্যে সার্বজনীন ৪৩৫টি ও পারিবারিক ৩১টি।

জানা যায়, মহানগরীর ৬টি থানা এলাকায় এবার মোট ১৫১টি পূজামন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। কোতোয়ালী থানা এলাকায় ৩৯টি, জালালাবাদ থানা এলাকায় ১৮টি, এয়ারপোর্ট থানা এলাকায় ৩৮টি, শাহপরান থানা এলাকায় ২৩টি, দক্ষিণ সুরমা থানা এলাকায় ১৫টি ও মোগলাবাজার থানা এলাকায় ১৮টি।

Manual8 Ad Code

অন্যদিকে, জেলায় মোট ৪৬৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সার্বজনীন ৪৩৫টি ও পারিবারিক ৩১টি। জেলার গোলাপগঞ্জ উপজেলায় ৬৬টি, বালাগঞ্জে ৩২টি, কানাইঘাটে ৩১টি, জৈন্তাপুরে ২৩টি, বিশ্বনাথে ২৫টি, গোয়াইনঘাটে ৩৯টি, জকিগঞ্জে পূজা ৯৮টি, বিয়ানীবাজারে ৫০টি, কোম্পানীগঞ্জে ২৮টি, ফেঞ্চুগঞ্জে ৪০টি এবং ওসমানীনগর উপজেলায় ৩৪টি পূজা অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

এদিকে, শারদীয় উৎসবে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতিনিময় করেছে সিলেট জেলা ও মহানগর পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন