Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শিলাসহ বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩ | ০৬:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৩ | ০৬:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে শিলাসহ বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। মঙ্গলবার (১৪মার্চ) সুনামগঞ্জ জেলা সদর, র্ধমপাশা, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলার শিলাবৃষ্টি হয়েছে।

Manual8 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে জেলা র্ধমপাশা উপজেলার উত্তর রাজাপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। এদিকে, সন্ধ্যার আগে জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন শিলা বৃষ্টি হয়েছে। তবে শিলা বৃষ্টিতে কোথাও কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

Manual1 Ad Code

র্ধমপাশা উপজেলার উত্তর রাজাপুর ইউনিয়নের কৃষক শাকিল মিয়া বলেন, আমাদের এলাকায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। বছরের শুরুতেই এমন শিলাবৃষ্টি হওয়ায় বোরো ফসল নিয়ে আতংকে আছি।

তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পাড়ের কৃষক রমিজ উদ্দিন জানান, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়, সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে। তবে শিলার পরিমাণ কম ছিল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, শিলাবৃষ্টিতে বোরো ফসলের কোনো ক্ষতি হয়নি। কৃষকদের দুশ্চিন্তার কিছুই নেই।

Manual3 Ad Code

শেয়ার করুন