Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হামাসের হামলায় ১২ থাই নাগরিক নিহত

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ০৫:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০৫:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
হামাসের হামলায় ১২ থাই নাগরিক নিহত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় থাইল্যান্ডের ১২ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ডজন খানেক থাই নাগরিক। থাইল্যান্ডের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের ১২ জন নাগরিক নিহত আর ১১ জনকে অপহরণ করা হয়েছে। হামাসের হামলার ঘটনায় অন্তত আটজন আহত হয়েছে।

একজন থাই কর্মী বিবিসিকে বলেন, শনিবার তিনি প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।
‘আমি হামাগুড়ি দিয়ে একটি ট্রাকের নিচে আশ্রয় নিয়েছিলাম। সেখান থেকে হামাসের সশস্ত্র ব্যক্তিরা আমাকে টেনে বের করে এবং আমার দিকে বন্দুক তাক করে’, বলেন তিনি।

Manual3 Ad Code

উল্লেখ্য, ইসরাইলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক কাজ করে। তাদের মধ্যে পাঁচ হাজার কাজ করে গাজা ভূখণ্ডে। এদিকে সংঘাতে ইসরাইলি ভূখণ্ড ছাড়তে শুরু করেছে বিভিন্ন দেশের নাগরিকরা। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজার ৪০০ মানুষ নিহত এবং ইসরাইলের ৭০০ নিহত হয়েছেন।

Manual5 Ad Code

শেয়ার করুন