Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হোটেল রুমে যেতে বিদ্যাকে জোর করেন পরিচালক

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
হোটেল রুমে যেতে বিদ্যাকে জোর করেন পরিচালক

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:
একটা সময় ‘মিটু’ বির্তকে সরগরম ছিল বলিউড পাড়া। বলিউডের নামকরা অভিনেতা, প্রযোজক ও পরিচালকদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন একাধিক অভিনেত্রী।

Manual3 Ad Code

সম্প্রতি বলিউডের চাকচিক্যের আড়ালের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান।

এই মুহূর্তে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বিদ্যা। নারীকেন্দ্রিক ছবিতে তার অভিনয় বার বার প্রশংসিত হয়েছে। যার মধ্যে রয়েছে ‘ডার্টি পিকচার’, ‘তুমাহারি সুলু’, ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’র মতো ছবি। বতর্মান সময়ের বলিষ্ঠ এই অভিনেত্রীকেও নাকি কুপ্রস্তাব দেওয়া হয়েছিল! সেই অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী।

Manual1 Ad Code

বিদ্যা এক সাক্ষাৎকারে জানান, তাকে হোটেল রুমে দেখা করার জন্য জোর করেন এক পরিচালক। অনুরোধ এড়াতে না পেরে দেখা করতেও যান বিদ্যা। তবে বুদ্ধি করে পরিস্থিতি সামাল দেন। অভিনেত্রীর কথায়, হোটেলের ঘরের দরজা খোলা রেখেছিলাম, উনিশ-বিশ হলেই যাতে বেরিয়ে যাওয়া যায়।

বিদ্যা বলেন, কাস্টিং কাউচের অনেক গল্প শুনেছি। সিনেমার অভিনেত্রী হওয়ায় আমার মা-বাবার এটাই সব থেকে বড় ভয় ছিল। বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তখন চেন্নাই গিয়েছিলাম। পরিচালক প্রথমে একটি কফি শপে দেখা করেন। পরে জোরাজুরি করেন, যাতে আমি তার ঘরে গিয়ে আড্ডা দেই। তবে সেবার বুদ্ধিবলে সেই আড্ডাটি আর জমতে দেননি বিদ্যা।

Manual7 Ad Code

শেয়ার করুন