অবশেষে প্রেম বিষয়ে মুখ খুললেন শাবনূর!

Daily Ajker Sylhet

admin

২২ ডিসে ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ


অবশেষে প্রেম বিষয়ে মুখ খুললেন শাবনূর!

বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। অভিনয় থেকে দূরে রয়েছেন বেশ কয়েকবছর ধরেই। সর্বশেষ ২০১৮ সালে তাকে পর্দায় দেখা গিয়েছিল। বর্তমানে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাসকয়েক আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। কিছুদিন শুটিংও করেছেন। এরপর বন্ধ হয়ে যায় এর কাজ। আগামীতে আর হবে কিনা তাও অনিশ্চিত।

এদিকে পর্দায় নিয়মিত না থাকলেও, সামাজিক মাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন মিডিয়ায় আলোচনার শীর্ষে। তবে তিনি নিজেকে সব সময় গোপন রাখতে পছন্দ করতেন। তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে সম্পর্ক এবং পরিবার সম্পর্কে নানা গুঞ্জন ছড়িয়েছে। সেসব নিয়ে এ অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া ছিল না।

সহশিল্পীকে জড়িয়ে তার প্রেমের গুঞ্জনও শোনা গেছে। কিন্তু এসব কখনোই গায়ে লাগাতেন না। তবে এতবছর পর শাবনূর প্রেম বিষয়ে মুখ খুললেন। জানালেন তার পছন্দের কথা। তিনিও প্রেমে মজেছেন। কে সে প্রেমিক?

শাবনূর বলেন, ‘আমি দেশের বাইরের দুই তারকার প্রেমে মজে আছি। তারা হচ্ছেন টম ক্রুজ ও লিওনার্দো ডিক্যাপ্রিও। তারা যে আমার ক্রাশ, এটা আমার পরিবারের সবাই জানেন। আমার স্কুলপড়ুয়া ছেলেও এটা জানে।’

তিনি আরও বলেন, ‘টাইটানিক দেখার পর লিওনার্দো ডিক্যাপ্রিও আমার ক্রাশ। মনে মনে লিওনার্দো ডিক্যাপ্রিওর নায়িকা হতে না চাইলেও ভালো লাগত! চকোলেট বয় টাইপ ছিল তো! এ টাইপের হিরোরা বরাবরই আমার পছন্দ। আমি সব সময় চকোলেট বয় হিরোদের সঙ্গে কাজ করেছি।’

Sharing is caring!