অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনা বদ্ধ পরিকর : হবিগঞ্জে শিক্ষামন্ত্রী

Daily Ajker Sylhet

admin

২৬ সেপ্টে ২০২৩, ০৬:২৮ অপরাহ্ণ


অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনা বদ্ধ পরিকর : হবিগঞ্জে শিক্ষামন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইন কানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোন দেশ কি ভিসা নীতি আরোপ করল তার উপর আমাদের নির্বাচনে কোন প্রভাব পড়বেনা।

শিক্ষা মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বদ্ধ পরিকর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামলীগসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আমাদের প্রত্যাশা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনে পূর্বে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী । পরে শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সুধিসমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থি ছিলেন।

Sharing is caring!