Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অস্কার পুরস্কারের অর্থমূল্য এত কম কেন?

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩ | ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
অস্কার পুরস্কারের অর্থমূল্য এত কম কেন?

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :
অস্কার পুরস্কার, যার কদর গোটা বিশ্বে। এই মঞ্চে পুরস্কৃত হওয়ার অর্থ গোটা বিশ্বব্যাপী সম্মানিত হওয়া। হাতে ওই মেমেন্টোটা ধরার আনন্দই আলাদা। বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকা হাজার হাজার শিল্পীর চোখ থাকে অস্কারে। পুরস্কারটি হাতে তুলে গর্বের মুহূর্ত সবাই শেয়ার করে থাকেন।

Manual8 Ad Code

অথচ এই অস্কারের আর্থিক মূল্য মাত্র ১ ডলার! অবিশ্বাস্য বলে মনে হলেও এটাই সত্য। কিন্তু কেন এত সম্মানজনক পুরস্কারের আর্থিক মূল্য এত কম?

Manual4 Ad Code

সিএনবিসির প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এটির দাম এত কম হলেও কেউ এটি কিনতে পারবেন না। কারণ এটি বিক্রি করা যাবে না। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রতি বিজেতাকেই তা মেনে চলার নির্দেশও দেওয়া হয়। যেহেতু এটি ইন্ডাস্ট্রির সর্বাধিক সম্মানিত পুরস্কার, সেহেতু অ্যাকাডেমি চায় না এটি যত্রতত্র পাওয়া যাক। তবে পুরস্কার পাওয়া কেউ যদি এটি বিক্রি করতে চান, তবে সবার আগে যেন তা অ্যাকাডেমিকেই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন, তাও মাত্র ১ ডলার মূল্যে। অন্যত্র এটি বিক্রিও করা যাবে না।

২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার এক বিচারক এমন একটি রায় দিয়েছিলেন। যেখানে স্পষ্ট বলা হয়েছে— বিজেতারা এই পুরস্কার বিক্রি করতে পারবেন না, নষ্ট করতেও পারবেন না। যদিও এই স্ট্যাচু তৈরি করতে খরচ পড়ে ৪০০ ডলার। তবে বাজারদর মাত্র ১ ডলার। এই পুরস্কারকে সুরক্ষিত করতেই এমন নিয়ম করা হয়েছে। তাই ইচ্ছে থাকলেই কিনে ফেলা যাবে না। আবার কোনো বিজেতা এটি নষ্টও করতে পারবেন না।

Manual1 Ad Code

শেয়ার করুন