Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপি পদক পাচ্ছেন ওসি আব্দুছ ছালেক

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
আইজিপি পদক পাচ্ছেন ওসি আব্দুছ ছালেক

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদকে ভূষিত হয়েছেন মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। কর্মক্ষেত্রে প্রসংশনীয় কাজ ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় ও স্বীকৃতিস্বরূপ হিসেবে ভালো কাজে অবদানের জন্য ওসি ছালেককে এই পদকে ভূষিত করা হয়।

Manual4 Ad Code

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ওসি আব্দুছ ছালেককে এ পদক পরিয়ে দিবেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে ওসি আব্দুছ ছালেক বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার এ প্রাপ্তিতে কর্ম উদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। এই পুরস্কার যেনো আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়- এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, ওসি আব্দুছ ছালেক টানা ৯ বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন