আগুনে পুড়ল এপেক্স শো-রুম, ক্ষতির পরিমাণ যত

Daily Ajker Sylhet

admin

০৪ মে ২০২৪, ০২:০২ অপরাহ্ণ


আগুনে পুড়ল এপেক্স শো-রুম, ক্ষতির পরিমাণ যত

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরের এপেক্স শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এপেক্স শো-রুমের ব্যবস্থাপক মো. রাকিব হোসেন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে যা মূহুর্তের মধ্যেই শো-রুমের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে শো-রুমে থাকা অন্তত ৪০ লাখ টাকামূল্যের জুতা পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের অবগত করা হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

Sharing is caring!