Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আজবাহারের শারীরিক অবস্থা কেমন ?

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:২০ অপরাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:২১ অপরাহ্ণ

ফলো করুন-
আজবাহারের শারীরিক অবস্থা কেমন ?

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বাস চাপায় গুরুতর আহত সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা তাকে এখনো পর্যবেক্ষণে রেখেছেন।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনায় আজবাহার আলী শেখের মাথায় আঘাত লাগার কারনে মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়। তবে এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। কিছুক্ষণ আগেই সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। এ ঘটনায় আতহ অন্যান্য পুলিশ সদস্যরাও চিকিৎসাধীন রয়েছেন।

Manual8 Ad Code

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বাস চাপায় উর্ধ্বতন তিন কর্মকর্তা ও এক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

Manual8 Ad Code

আহতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারি (এসি) জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, উপ সহকারি পুলিশ কর্মকর্তা (এএসআই) রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান।

গুরুতর অবস্থায় উপ কমিশনার আজবাহার আলী শেখ কে আইসিইউতে ভর্তি করা হয়। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়। এসময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন