Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আদালত প্রাঙ্গণে খু ন, ১ জনের মৃত্যুদণ্ড

admin

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ০১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ০১:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
আদালত প্রাঙ্গণে খু ন, ১ জনের মৃত্যুদণ্ড

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুনের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ রায় দেন।

Manual8 Ad Code

 

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন ফয়েজ আহমদ আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সেবুল মিয়া, সাজিদ মিয়া, শাহান।

বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।

আদালত সুত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের মিজানুর রহমান খোকন মিয়ার সঙ্গে তাকে খুনের ঘটনায় জড়িত ফয়েজ মিয়া ও তার সহযোগী আসামি চারজনের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলা চলছিল।

Manual1 Ad Code

২০২২ সালের ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ‘নিজের জীবনের নিরাপত্তা নেই’ এমন মামলায় বিচারপ্রার্থী খোকন মিয়া আদালতে হাজিরা দিতে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির সামনে মিজানুর রহমান খোকন মিয়াকে একা পেয়ে দিনে দুপুরে প্রকাশ্যে আসামী ফয়েজ, সাজিদ, সাহান ও সেবুল উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। বিষয়টি দেখে উপস্থিত জনতা, আইনজীবী ও তাদের সহকারীরা এগিয়ে এসে ফয়েজ, সাজিদ ও সেবুলকে ধরে আইনজীবী সমিতিতে আটকে রাখেন। সাহান নামের অপর একজন পালানোর সময় জনতার হাতে আটক হয়। আটক তিনজনকে চাকুসহ পুলিশে সোপর্দ করেন। পরে নিহতের বাবা ফটিক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

মামলার বিচারকার্য শেষে আজ বুধবার বিচারক রায়ের আদেশ দেন।

Manual5 Ad Code

শেয়ার করুন