Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও এপিবিএনের জালে ২ মানব পাচারকারী

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ০১:০১ অপরাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ০১:০১ অপরাহ্ণ

ফলো করুন-
আবারও এপিবিএনের জালে ২ মানব পাচারকারী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
আবারও দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নরসিংদী জেলার বেলাবো থানার নারায়ণপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে এপিবিএন সিলেট ইউনিটের সদস্যরা।

Manual7 Ad Code

এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের এই বিশেষ ইউনিটটি।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী জেলার বেলাবো থানার খালিয়া কান্দি এলাকার জিনেস চন্দ্র বিশ্বাসের ছেলে পলাশ চন্দ্র বিশ্বাস (৩৪) ও একই এলাকার অমৃত চন্দ্র বিশ্বাস (৫০)।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এস এম আল মামুন নেতৃত্বে তালিকাভুক্ত মানবপাচারকারীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বেলাবো থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন