আরাভের বিষয়ে ইন্টারপোল-দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে: আইজিপি

Daily Ajker Sylhet

admin

২৫ মার্চ ২০২৩, ০২:০৮ অপরাহ্ণ


আরাভের বিষয়ে ইন্টারপোল-দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে: আইজিপি

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিষয়ে ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর কাওরানবাজার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে। ইন্টারপোলের সঙ্গে এবং দুবাই পুলিশের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইন্টারপোল রবিউলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।’

তিনি জানান, আরাভ খান ভারতীয় নাগরিক এবং ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই গিয়েছে। তাকে ফিরিয়ে আনতে পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।

Sharing is caring!