Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আরাভের বিষয়ে ইন্টারপোল-দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে: আইজিপি

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩ | ০২:০৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৩ | ০২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
আরাভের বিষয়ে ইন্টারপোল-দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ হচ্ছে: আইজিপি

Manual6 Ad Code

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিষয়ে ইন্টারপোল ও দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২৫ মার্চ) রাজধানীর কাওরানবাজার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছে। ইন্টারপোলের সঙ্গে এবং দুবাই পুলিশের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইন্টারপোল রবিউলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।’

Manual2 Ad Code

তিনি জানান, আরাভ খান ভারতীয় নাগরিক এবং ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই গিয়েছে। তাকে ফিরিয়ে আনতে পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।

Manual8 Ad Code

শেয়ার করুন