Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলীয়ার মাঠজুড়ে কড়া নিরাপত্তা

admin

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ০১:১৯ অপরাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ০১:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
আলীয়ার মাঠজুড়ে কড়া নিরাপত্তা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে সিলেটজুড়ে কড়া নিরাপত্তা দেখা গিয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তাবাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

এছাড়া সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন তৈরি করা হয়েছে। মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রিকাবীবাজার পয়েন্ট থেকে নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে আসছেন। মাঠে প্রবেশের সময় নেতাকর্মীদেরকে চেক করে অনুমতি দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

এদিকে, সকাল ৮ থেকেই সিলেটের জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্রা পয়েন্ট গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসব পয়েন্টে বাঁশের ব্যরিকেডও দেখা গেছে।

আমাদের প্রতিনিধিার জানান, সকাল ৮ থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেছেন।

Manual3 Ad Code

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সোয়া ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখান থেকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। এরপর বেলা তিনটার দিকে তিনি জনসভায় ভাষণ দেবেন।

Manual7 Ad Code

এদিকে, শেখ হাসিনার সফর ও আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা ঘিরে সিলেটে উজ্জীবিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় সভানেত্রীর আগমন ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার-ফেস্টুনে সেঁজেছে সিলেট নগরী। জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে গেল প্রায় এক সপ্তাহ ধরে কাজ করেছেন নেতাকর্মীরা। শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Manual1 Ad Code

গতকাল মঙ্গলবার জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শেয়ার করুন