Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলোচনা করতে ইয়েমেন যাচ্ছে সৌদি প্রতিনিধিদল

admin

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
আলোচনা করতে ইয়েমেন যাচ্ছে সৌদি প্রতিনিধিদল

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
সংঘাত অবসানে সৌদি আরব ও ওমানের দূতেরা আগামী সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানা যাওয়ার পরিকল্পনা করছেন।

Manual1 Ad Code

ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুতি আন্দোলনের কর্মকর্তাদের সঙ্গে স্থায়ী একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করতে ওই দুই দেশের কর্মকর্তারা সেখানে যাবেন বলে রয়টার্স জানিয়েছে।

Manual3 Ad Code

রয়টার্স বলছে, সৌদি কর্মকর্তাদের সানা সফর রিয়াদ ও হুতি আন্দোলনের মধ্যকার আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেবে। জাতিসংঘের শান্তি প্রচেষ্টার পাশাপাশি ওমানের মধ্যস্থতায় এ দু’পক্ষের মধ্যে আলোচনার পরিস্থিতি তৈরি হয়েছে।

Manual8 Ad Code

দুইপক্ষের মধ্যে এই সংক্রান্ত কোনো চুক্তি হলে তা ২০ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হতে যাওয়া ঈদের ছুটির আগেই ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

Manual8 Ad Code

ওমান কয়েক বছর ধরেই সীমান্তবর্তী প্রতিবেশী ইয়েমেনে বিবদমান পক্ষগুলোর বিরোধ মীমাংসা করে সেতু গড়তে চেষ্টা চালিয়ে আসছে; যে বিবদমান পক্ষগুলোর সঙ্গে ইরান, সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তি ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি জড়িয়ে আছে।

ইয়েমেন একটি স্থায়ী যুদ্ধবিরতি হলে তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

শেয়ার করুন