Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৭

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ১০:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৭

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ধর্ষণচেষ্টা মামলার আসামি ধরতে গিয়ে আসামির পরিবারের সদস্যদের হামলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

আহতরা হলেন কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা, আনোয়ার মিয়া, এএসআই তপন দেব এবং কনস্টেবল আফরোজ মিয়া, মামলার বাদী, তার মা ও ভাই। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা তারা মিয়ার ছেলে আজাদ মিয়ার (৪২) বিরুদ্ধে থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়। বুধবার বিকেলে আসামি আজাদ মিয়াকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযানে যান থানার এসআই সালাউদ্দিন মিফতা, আনোয়ার মিয়া, এএসআই তপন দেব ও কনস্টেবল আফরোজ মিয়া। এ সময় আসামি আজাদকে আটকের চেষ্টাকালে আজাদের পরিবারের লোকজন পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে ধস্তাধস্তি শুরু করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে আসামি আজাদ মিয়া পালিয়ে যায়।

Manual2 Ad Code

খবর পেয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন এবং ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামি আজাদকেও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন