Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা করার কথা ভাবছে ইসরাইল

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা করার কথা ভাবছে ইসরাইল

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক :
ইসরাইল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা করার কথা বিবেচনা করছে। মার্কিন গোয়েন্দা রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওয়াল স্ট্রিট জার্নাল এমন প্রতিবেদন প্রকাশ করেছে। খবর জেরুজালেম পোস্টের।

Manual8 Ad Code

বাইডেন প্রশাসনের শেষের দিকের সময়ে করা এই মূল্যায়নে বলা হয়েছে, ইসরাইল বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে চাচ্ছে। যার ফলে ইরান দুর্বল হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল বর্তমান প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ইসরাইলের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন।

মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, ইসরাইল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা, বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এটিও জানা গেছে, ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগের কারণে ইসরাইল সময়সীমা নিয়ে উদ্বিগ্ন।

Manual8 Ad Code

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস এবং আইডিএফ মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Manual4 Ad Code

সম্প্রতি ট্রাম্প নিউইয়র্ক পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক মুক্ত চুক্তি করতে চান, আক্রমণ করতে চান না।

Manual6 Ad Code

তিনি বলেন, আমি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করতে চাই। আমি ইরানের ওপর বোমা হামলা করতে পছন্দ করি না। তিনি আরও বলেন, তারা মরতে চায় না। কেউই মরতে চায় না।

শেয়ার করুন